গো শালিক | Asian Pied Starling | Sturnus contra

363
গো শালিক
গো শালিক | ছবিঃ ইবার্ড

স্থানীয় প্রজাতির পাখি গো শালিক বা গোবরে শালিক খুবই নজরে পড়ে। সমতল ভূমি ছাড়াও পাহাড়ের পাদদেশে এদের দেখা মেলে। চালচলনে নোংরা, পরিচ্ছন্নতা নেই। বাংলাদেশ ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক এলাকাতেও এদের বিচরণ যথেষ্ট। মানুষের কাছাকাছি বিচরণ করলেও বাড়ি-ঘর থেকে দূরেই থাকে। ভাত শালিক কিংবা ঝুঁটি শালিক মানুষের ঘরের চালে, বাড়ির অঙিনায় স্বচ্ছন্দে চরে বেড়ায়। গো-শালিকের পছন্দ খোলা মাঠ-প্রান্তর। সারাদিন মাঠে-ঘাটেই ঘুরে বেড়ায়।

গবাদি পশুর পুরানো গোবর ঘেঁটে পোকামাকড় শিকার করে। গবাদি পশুর কাছে পিঠে ঘোরাঘুরি করে বলে লোকে একে বলে গো-শালিক। আবার গবাদি পশুর পিঠে চড়ে খানিকটা ঘুরেও বেড়ায়। কণ্ঠস্বর মিষ্টি। স্বভাবে ফুর্তিবাজ। ভালো পোষও মানে। শেখালে কথাও বলতে পারে, তবে ভাত শালিকের মতো অত পারদর্শী নয়।

এ পাখির বাংলা নামঃ গো-শালিক, ইংরেজি নামঃ এশিয়ান পায়েড ষ্টার্লিং, (Asian Pied Starling), বৈজ্ঞানিক নামঃ Sturnus contra| গোত্রের নামঃ ষ্টুরনিদি।

আরো পড়ুন…
•চিত্রা শালিক •গোলাপি কাঠশালিক •চিতিপাক গোশালিক
•কালো ঝুঁটি শালিক •লাল চোখের কালো শালিক •বেগুনি পিঠ শালিক
•ঝুঁটি শালিক •ভাত শালিক •গাঙশালিক •কাঠ শালিক

দেশে প্রায় ১০ প্রজাতির শালিক নজরে পড়ে। যথাক্রমে: গো-শালিক, ভাত শালিক, ঝুঁটি শালিক, গাঙ শালিক, পাতি কাঠশালিক, গোলাপি কাঠশালিক, চিতিপাখ গো-শালিক, খয়রালেজ কাঠশালিক, বামুন কাঠশালিক ও ধলাতলা শালিক। গো-শালিক লম্বায় ২২-২৩ সেন্টিমিটার। মাথা, গলা ও ঘাড় কালো। চোখের নিচ থেকে ঘাড় পর্যন্ত সাদা পট্টি। পিঠ ধূসর কালো। ডানায় সাদা টান। দেহের নিম্নাংশের পালক সাদা। ঠোঁটের গোড়া গাঢ় কমলা, অগ্রভাগ সাদাটে। পা হলদেটে। স্ত্রী-পুরুষ একই রকম। প্রজনন মৌসুমে উভয়েরই ঠোঁটের বর্ণ বদলায়। অবশ্য সবার ক্ষেত্রে সেটি না-ও ঘটতে পারে।

প্রধান খাবারঃ পোকামাকড় ও কেঁচো ইত্যাদি। এ ছাড়াও পারিজাত (মাদার) ও শিমুল ফুলের মধু এদের পছন্দ। প্রজনন সময় মার্চ থেকে সেপ্টেম্বর। বাসা বাঁধে কাঁটাওয়ালা গাছে। এছাড়াও টেলিগ্রাফ টেলিফোনের থাম-তারের সংযোগস্থলে অগোছালো বাসা বাঁধে। বাসা বানাতে উপকরণ হিসাবে ব্যবহার করে শুকনো ঘাস, লতাপাতা, দড়ি, কাপড়ের টুকরো ইত্যাদি। ডিম পাড়ে ৪-৬টি। ডিম ফুটতে সময় লাগে ১৪-১৫ দিন।

লেখকঃ আলম শাইন। কথাসাহিত্যিক, কলামিস্ট ও বন্যপ্রাণী বিশারদ।

Worlds Largest Bangla Birds Blog