পান্না কোকিল | Asian Emerald Cuckoo | Chrysococcyx maculatus

619
পান্না কোকিল
পান্না কোকিল | ছবিঃ ইন্টারনেট

বিরল পরিযায়ী পাখি পান্না কোকিল । সুদর্শন গড়নের এ প্রজাতিটির বৈশ্বিক বিস্তৃতি হিমালয়ের গাড়ওয়ালের পূর্বাঞ্চল থেকে নেপাল, আসাম, মিয়ানমার, দক্ষিণ-পূর্ব তিব্বত, দক্ষিণ চীন, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনাম পর্যন্ত। এসব অঞ্চল থেকে এপ্রিলের মাঝামাঝি সময়ে পরিযায়ী হয়ে আসে আমাদের দেশে। ফিরে যায় জুলাইয়ের শেষ নাগাদ। এ স্বল্প সময়ের মধ্যে প্রজনন পর্ব সেরে নেয় ওরা। বাংলাদেশে কেবলমাত্র সিলেট বিভাগের চিরসবুজ বনাঞ্চলে দেখা মেলে এদের।

তবে সংখ্যায় একেবারেই কম। পান্না কোকিল সমতল ভূমি থেকে শুরু করে সমুদ্রপৃষ্ঠের ১৫০০ মিটার উচ্চতায়ও বিচরণ করে। এদের বিচরণের ক্ষেত্রটি অবশ্যই পাহাড়ি অঞ্চলের গাছ-গাছালি হওয়া চাই। বিশেষ করে গাছের মগডালে বসত করতে পছন্দ করে এরা। ওই সময় একাকি কিংবা ছোট দলে দেখা যায় ওদেরকে। বছরের অন্যান্য সময়ে তেমন একটা হাঁকডাক না করলেও প্রজনন মৌসুমে ‘চিররর্-চিররর্-চিররর্-‘ সুরে ডাকাডাকি করে। এ সময় পূর্ণিমা রাতেও ডাকে। পান্না কোকিল বিশ্বে বিপদমুক্ত। বাংলাদেশে অপ্রতুল তথ্য শ্রেণীতে রয়েছে। তবে বাংলাদেশের বন্যপ্রাণী আইনে প্রজাতিটিকে সংরক্ষিত ঘোষণা করা হয়নি।

পাখির বাংলা নামঃ পান্না কোকিল, ইংরেজি নামঃ এশিয়ান এ্যামারল্ড কুক্কু (Asian Emerald Cuckooবৈজ্ঞানিক নামঃ Chrysococcyx maculatus | এরা এশীয় শ্যামা পাপিয়া বা সবুজাভ কোকিল নামেও পরিচিত।

আরও পড়ুন…
•কোকিল •বন কোকিল •পাহাড়ি কানকুয়া
•ধূসর কোকিল •বাদামি কোকিল

প্রজাতিটি লম্বায় ১৮ সেন্টিমিটার। পুরুষ পাখির পিঠে উজ্জ্বল পান্না-সবুজের ওপর ব্রোঞ্জ-সোনালি আভা পরিলক্ষিত হয়। থুঁতনি-গলা-বুকে পান্না-সবুজের ঝিলিক দেখা যায়। বুকের নিচ থেকে তলপেট পর্যন্ত সাদার ওপর ধাতব ব্রোঞ্জ-সবুজ ডোরা থাকে। অপরদিকে স্ত্রী পাখির মাথা-ঘাড় সোনালি-লাল। পিঠের পালক ব্রোঞ্জ সবুজ। গলা-বুক-পেট সাদার ওপর বাদামি-ব্রোঞ্জ ডোরা। লেজ খয়েরি-কালোডোরা। লেজের ডগা সাদা। উভয় পাখির ঠোঁট কমলা, ডগা কালো এবং চোখ লাল। পা ও পায়ের পাতা গাঢ় বাদামি-সবুজ। অপ্রাপ্ত বয়স্কদের বেলায় রঙ ভিন্ন। ওদের মাথার ওপর থাকে ডোরাদাগ। অনেকটাই স্ত্রী পাখিদের মতো দেখায়।

প্রধান খাবারঃ গাছ পিঁপড়া, শুঁয়োপোকাসহ অন্যান্য পোকামাকড়। প্রজনন মৌসুম এপ্রিল থেকে জুলাই। জ্ঞাতিভাই কোকিলদের মতো এরাও বাসা বাঁধতে জানে না। ডিম পাড়ে মৌটুসি কিংবা মাকড়মারের বাসায়।

লেখকঃ আলম শাইন। কথাসাহিত্যিক, কলামিস্ট ও বন্যপ্রাণী বিশারদ।