কালো ফিদ্দা | Pied Bush Chat | Saxicola caprata

338
কালো ফিদ্দা
কালো ফিদ্দা | ছবি: ইন্টারনেট

কালো ফিদ্দা আবাসিক পাখি। অঞ্চলভেদে সুলভ দর্শন। পুরুষ পাখির তুলনায় স্ত্রী পাখি কিছুটা নিষ্প্রভ। পুরুষ পাখি দেখতে দোয়েলের মতো সাদা-কালো। মায়াবি চেহারা। স্ত্রী পাখি বাদামি। স্বভাবে চঞ্চল। কণ্ঠস্বর মধুর। মাঝারি আকৃতির বৃক্ষের উচ্চ শিখরে বসে গান গায়। বিচরণ করে একাকী। প্রজনন মৌসুমে জোড়ায় জোড়ায় দেখা যায়। বৈশ্বিক বিস্তৃতি উপমহাদেশীয় অঞ্চল ছাড়াও ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনিসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে দেখা যায়।

পাখির বাংলা নামঃ কালো ফিদ্দা ইংরেজি নামঃ পাইড বুশ চ্যাট, (Pied Bush Chat), বৈজ্ঞানিক নামঃ Saxicola caprata | এরা ‘কালো চ্যাট’ এবং ‘পাকড়া ঝাড়ফিদ্দা’ নামেও পরিচিত।

আরো পড়ুন…
•লাল ফিদ্দা •সাদাকালো ফিদ্দা •ধূসরাভ ফিদ্দা
•সাদালেজ ফিদ্দা •মরুর ফিদ্দা

দৈর্ঘ্য ১৩-১৪ সেন্টিমিটার। স্ত্রী-পুরুষ পাখির চেহারা ভিন্ন। পুরুষ পাখির মাথা, ঘাড়, পিঠ ও লেজ কালো। ডানায় সাদা টান। গলা ও বুক কালো। বুকের নিচ থেকে লেজতল পর্যন্ত সাদা। স্ত্রী পাখির রং পিঠ বাদামি। উভয়ের চোখের বলয়ে সাদা ফোঁটা ফোঁটা। ঠোঁট কালো। পা ধূসর কালো।

প্রধান খাবারঃ ভূমিজ কীটপতঙ্গ। প্রজনন সময় এপ্রিল থেকে জুন। অঞ্চলভেদে প্রজনন মৌসুমের হেরফের রয়েছে। ঘাস, লতাপাতা দিয়ে বাসা বাঁধে। বাসা অনেকটাই পেয়ালা আকৃতির। ডিম পাড়ে ২-৫টি, ডিম ফুটতে সময় লাগে ১২-১৩ দিন।

লেখকঃ আলম শাইন। কথাসাহিত্যিক, কলামিস্ট ও বন্যপ্রাণী বিশারদ।