বড় চিত্রা ঈগল | Greater Spotted Eagle | Aquila clanga

641
বড় চিত্রা ঈগল
বড় চিত্রা ঈগল | ছবি: ইন্টারনেট

বড় চিত্রা ঈগল শিকারি পাখি। শীতে পরিযায়ী হয়ে আসে। বৈশ্বিক বিস্তৃতি বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, উত্তর-পূর্ব চীন, দক্ষিণ চীন, দক্ষিণ-পূর্ব ইউরোপ, উত্তর-পূর্ব ও মধ্যপ্রাচ্য পর্যন্ত। স্বভাবে হিংস । অন্য সব ঈগলদের মতোই শিকার খোঁজে। ভূ-পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে উঠতে সক্ষম এরা। বিশ্বে এদের অবস্থান সন্তোষজনক নয় বিধায় আইইউসিএন ঝুঁকিপূর্ণ প্রজাতি হিসেবে চিহ্নিত করেছে।

পাখির বাংলা নামঃ বড় চিত্রা ঈগল, ইংরেজি নামঃ গ্রেটার স্পটেড ঈগল, (Greater Spotted Eagle)| বৈজ্ঞানিক নামঃ Aquila clanga | এরা ‘বড় গুটি ঈগল’ নামেও পরিচিত।

আরো পড়ুন…
•ধলাপেট সিন্ধুঈগল •বৃহৎ ঈগল •বুট পা ঈগল •খয়েরি ঈগল •বনেলি ঈগল
•খাটো আঙ্গুল সাপঈগল •বাদামি ঈগল •মেটেমাথা কুরাঈগল •লালপেট ঈগল
•ধলালেজ ঈগল •ছোট চিত্রা ঈগল •কুড়া ঈগল

প্রজাতি দৈর্ঘ্যে ৫৯-৭১ সেন্টিমিটার। প্রসারিত ডানা ১৫৭-১৭৯ সেন্টিমিটার। ওজন পুরুষ পাখি ১.৬-২.৫ কেজি। মাথা বাদামি। ঘাড় ও পিঠ গাঢ় বাদামি। পিঠ এবং ডানায় বাদামি সাদা গুটি বা চিত্রা। লেজ কালচে বাদামি। বুক ও পেট গাঢ় বাদামি। চোখ বাদামি। ঠোঁট শিং কালো শক্ত মজবুত, অগ্রভাগ বড়শির মতো বাঁকানো। ঠোঁটের গোড়া এবং মুখের কিনার হলদে। পা সাদা-বাদামি পালকে আবৃত। পা ও পায়ের পাতা হলুদ, নখ কালো। স্ত্রী-পুরুষ পাখি দেখতে একই রকম হলেও স্ত্রী পাখি আকারে সামান্য বড়।

প্রধান খাবারঃ মাছ, সাপ, কাঁকড়া, ব্যাঙ, ইঁদুর, সরীসৃপ, ছোট স্তন্যপায়ী প্রাণী ও ছোট পাখি। প্রজনন সময় এপ্রিল থেকে আগস্ট। বাসা বাঁধে বড় গাছের উঁচু ডালে। ডালপালা দিয়ে বড়সড়ো অগোছালো বাসা বানায়। এক বাসায় বহু বছর যাবত ডিম বাচ্চা তোলে। ডিম পাড়ে ১-৩টি। ডিম ফুটতে সময় লাগে ৪০-৪৫ দিন। শাবক স্বাবলম্বী হতে সময় লাগে ৫৫-৬৫ দিন। প্রজননক্ষম হতে সময় লাগে ৪-৫ বছর।

লেখকঃ আলম শাইন। কথাসাহিত্যিক, কলামলেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।